বাংলাদেশ হারালো অকৃত্রিম বন্ধু
প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই
- সর্বশেষ আপডেট ০৬:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 9
স্যার মার্ক টালি, প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ৯০ বছর বয়সে মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবিসির প্রাক্তন সংবাদদাতা হিসেবে টালি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাস্তবতা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য খ্যাত ছিলেন।
মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর প্রাক্তন সহকর্মী সতীশ জ্যাকব, বিবিসি হিন্দি সার্ভিসকে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল দিনে টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। তাঁর বিবিসি রেডিওতে পরিবেশিত খবর দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের খবর জানার প্রধান উৎস ছিল।
পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ এবং বাঙালির দুর্দশার সত্য তিনি বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেন।
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থেকে স্বাধীনতা অর্জনে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়। তাঁর সাংবাদিকতা কেবল ইতিহাসের দলিল হয়ে থাকল না, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।































