ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালট ইসি’র প্রতিশ্রুতির ফসল : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 25

পোস্টাল ব্যালট ইসি'র প্রতিশ্রুতির ফসল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট বাস্তবায়ন ইলেকশন কমিশনের দীর্ঘদিনের প্রতিশ্রুতির ফলাফল। প্রথমবারের মতো প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে উজ্জ্বলভাবে আলোড়িত হবে।

সিইসি মঙ্গলবার (২০ জানুয়ারি )রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নতুন এই প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ এবং জটিলতা থাকলেও কমিশন প্রতিশ্রুতিবদ্ধ ছিল এই উদ্যোগ বাস্তবায়নের।

তিনি বলেন, “বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উন্নত দেশও এটি করতে পারেনি। আমরা সাহসী এই পদক্ষেপে এগিয়ে গিয়েছি।”

সিইসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভুল বোঝাবুঝি ও সমালোচনা হলেও এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। “কোনও নতুন উদ্যোগে কিছু ভুল বা বিভ্রান্তি হতে পারে। কিন্তু প্রকৃত তথ্য স্পষ্ট হলে বোঝা যাবে, এখানে কোনো অন্যকোনো মোটিভ কাজ করেনি।”

তিনি উল্লেখ করেন, বিদেশি কূটনীতিকরা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং বলেছেন, যদি বাংলাদেশ এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ২১ জানুয়ারির পর নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোস্টাল ব্যালট ইসি’র প্রতিশ্রুতির ফসল : সিইসি

সর্বশেষ আপডেট ০৯:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট বাস্তবায়ন ইলেকশন কমিশনের দীর্ঘদিনের প্রতিশ্রুতির ফলাফল। প্রথমবারের মতো প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে উজ্জ্বলভাবে আলোড়িত হবে।

সিইসি মঙ্গলবার (২০ জানুয়ারি )রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নতুন এই প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ এবং জটিলতা থাকলেও কমিশন প্রতিশ্রুতিবদ্ধ ছিল এই উদ্যোগ বাস্তবায়নের।

তিনি বলেন, “বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উন্নত দেশও এটি করতে পারেনি। আমরা সাহসী এই পদক্ষেপে এগিয়ে গিয়েছি।”

সিইসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভুল বোঝাবুঝি ও সমালোচনা হলেও এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। “কোনও নতুন উদ্যোগে কিছু ভুল বা বিভ্রান্তি হতে পারে। কিন্তু প্রকৃত তথ্য স্পষ্ট হলে বোঝা যাবে, এখানে কোনো অন্যকোনো মোটিভ কাজ করেনি।”

তিনি উল্লেখ করেন, বিদেশি কূটনীতিকরা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং বলেছেন, যদি বাংলাদেশ এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ২১ জানুয়ারির পর নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করবেন।