ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে ধস্তাধস্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন ধরান। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে তারা উপ-উপাচার্য মাইন উদ্দিনের বাসভবন ঘেরাও করে, গাড়ি আটকে রাখে এবং বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপ-উপাচার্য বাসভবনে প্রবেশ করতে পারেননি।

পরবর্তীতে উপ-উপাচার্য ও প্রক্টর ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা প্রদান করেন। ধস্তাধস্তির ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

প্রক্টর মাহবুবর রহমান বলেন, ধাক্কাধাক্কির সময় তার হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে গেছে। তিনি বলেন, ধাক্কাধাক্কি ঘটতে পারে, কিন্তু ঘড়ি ও টাকার ক্ষতি স্বাভাবিক নয়।

এর আগে, শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিলেন। পরবর্তীতে আরও শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে ধস্তাধস্তি

সর্বশেষ আপডেট ০৮:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন ধরান। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে তারা উপ-উপাচার্য মাইন উদ্দিনের বাসভবন ঘেরাও করে, গাড়ি আটকে রাখে এবং বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপ-উপাচার্য বাসভবনে প্রবেশ করতে পারেননি।

পরবর্তীতে উপ-উপাচার্য ও প্রক্টর ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা প্রদান করেন। ধস্তাধস্তির ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

প্রক্টর মাহবুবর রহমান বলেন, ধাক্কাধাক্কির সময় তার হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে গেছে। তিনি বলেন, ধাক্কাধাক্কি ঘটতে পারে, কিন্তু ঘড়ি ও টাকার ক্ষতি স্বাভাবিক নয়।

এর আগে, শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিলেন। পরবর্তীতে আরও শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন।