ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গোপালগঞ্জে এনসিপি পদযাত্রা ঘিরে সহিংসতা

পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 166

পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়িতে ভাঙচুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সদর উপজেলার উলপুর ও গান্ধিয়াশুর এলাকায় পৃথক দুটি ঘটনায় পুলিশের গাড়িতে আগুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন, এনসিপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি বানচাল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। ঘটনাটি ঘটে সকালবেলায়, সদর উপজেলার উলপুর এলাকায়। ওসি আরও বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে একইদিন বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরাই এই হামলার পেছনে রয়েছে।

এনসিপির নেতারা জানান, মাসব্যাপী চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও অন্যান্য সিনিয়র নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন।

তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ধারাবাহিকভাবে সহিংস ঘটনা ঘটানো হচ্ছে বলে এনসিপির নেতারা অভিযোগ তুলেছেন। এর আগে দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের বাধা ও সহিংসতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। তবে হামলাকারীদের গ্রেপ্তার বা আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে এনসিপি পদযাত্রা ঘিরে সহিংসতা

পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়িতে ভাঙচুর

সর্বশেষ আপডেট ১২:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সদর উপজেলার উলপুর ও গান্ধিয়াশুর এলাকায় পৃথক দুটি ঘটনায় পুলিশের গাড়িতে আগুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন, এনসিপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি বানচাল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। ঘটনাটি ঘটে সকালবেলায়, সদর উপজেলার উলপুর এলাকায়। ওসি আরও বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে একইদিন বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরাই এই হামলার পেছনে রয়েছে।

এনসিপির নেতারা জানান, মাসব্যাপী চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও অন্যান্য সিনিয়র নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন।

তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ধারাবাহিকভাবে সহিংস ঘটনা ঘটানো হচ্ছে বলে এনসিপির নেতারা অভিযোগ তুলেছেন। এর আগে দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের বাধা ও সহিংসতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। তবে হামলাকারীদের গ্রেপ্তার বা আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।