পুলিশে বড় রদবদল
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 127
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরণের পরিবর্তন এসেছে। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী- ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।
এছাড়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।
































