ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 93

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩১) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তিনি যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় থাকেন।

প্রতিবেশী নুরুল ইসলাম জানান, রাসেল মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

সর্বশেষ আপডেট ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩১) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তিনি যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় থাকেন।

প্রতিবেশী নুরুল ইসলাম জানান, রাসেল মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”