ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সংস্কার কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 37

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কার এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। তবে তিনি উল্লেখ করেছেন, “কোনো সংস্কার হয়নি, এটা ঠিক নয়,” এবং এক্সপেকটেশন যদি ১০ হয়, অন্তত চার অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক মন্তব্য করা উদ্দীপকের মতো, কারণ এতে বেশি ভিউ পাওয়া যায়।

রবিবার (১৮ জানুয়ারি) সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে আসিফ নজরুল আরও বলেন, শুধু ১০ বছর “জয় বাংলা” বা “বাংলাদেশ জিন্দাবাদ” বললেই কেউ বিচারক হতে পারবে না। উচ্চ আদালতে কিছু সংস্কারের প্রয়োজন, যা নিজ উচ্চ আদালত থেকেই সম্পন্ন হবে।

আইন উপদেষ্টা যোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সব আইন ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও ৫–১০ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি এবং নির্বাচিত সরকার এই ধারাবাহিকতা বজায় রাখলে জনগণ এর সুফল পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ সংস্কার কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি : আসিফ নজরুল

সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কার এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। তবে তিনি উল্লেখ করেছেন, “কোনো সংস্কার হয়নি, এটা ঠিক নয়,” এবং এক্সপেকটেশন যদি ১০ হয়, অন্তত চার অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক মন্তব্য করা উদ্দীপকের মতো, কারণ এতে বেশি ভিউ পাওয়া যায়।

রবিবার (১৮ জানুয়ারি) সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে আসিফ নজরুল আরও বলেন, শুধু ১০ বছর “জয় বাংলা” বা “বাংলাদেশ জিন্দাবাদ” বললেই কেউ বিচারক হতে পারবে না। উচ্চ আদালতে কিছু সংস্কারের প্রয়োজন, যা নিজ উচ্চ আদালত থেকেই সম্পন্ন হবে।

আইন উপদেষ্টা যোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সব আইন ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও ৫–১০ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি এবং নির্বাচিত সরকার এই ধারাবাহিকতা বজায় রাখলে জনগণ এর সুফল পাবেন।