মির্জা ফখরুলের স্ট্যাটাস
পুরো জাতি রায়ের অপেক্ষায়
- সর্বশেষ আপডেট ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 57
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এ রায়ের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ন্যায্য বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় প্রকাশিত হবে।
আমি আশা করব, এটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত করবে। পুরো জাতি এ রায়ের অপেক্ষায় রয়েছে।’
এর আগে, গতকাল রোববার (১৬ নভেম্বর) তিনি আরও লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। মামলায় ঢাকায় গত বছরের সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের পাঁচটি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানাই।’
































