শিরোনাম
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 75
পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, প্রাথমিকভাবে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


































