ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তান চেয়ে ১৯ বছরে ১১ বার মা হলেন যে নারী

আন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 56

ভারতের হরিয়ানা রাজ্যে দীর্ঘ ১৯ বছর পর এক গৃহবধূ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তিনি টানা ১০টি কন্যা সন্তানের জন্ম দেন। ফতেহাবাদ জেলার ভুনা ব্লকের ঢানি ভোজরাজ গ্রামে এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গ্রামের বাসিন্দা সঞ্জয় ও সুনীতার বিয়ে হয় প্রায় ১৯ বছর আগে। বিয়ের শুরু থেকেই দম্পতির ইচ্ছা ছিল পুত্র সন্তান লাভের। তবে একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় তাদের অপেক্ষা দীর্ঘ হতে থাকে। অবশেষে ১১তম গর্ভধারণে পুত্র সন্তানের মুখ দেখেন সুনীতা।

সঞ্জয় জানান, তিনি কখনোই তার মেয়েদের বোঝা মনে করেননি। বরং সব মেয়েকেই ছেলের মতো করেই মানুষ করেছেন। তার বড় মেয়ের বয়স এখন ১৮ বছর, সে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। অন্য মেয়েরাও নিয়মিত স্কুলে যাচ্ছে। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও মেয়েদের শিক্ষা ও লালন-পালনে কোনো অবহেলা করেননি বলেও জানান তিনি।

গ্রামবাসীদের ভাষ্য, সঞ্জয়ের পরিবার খুব সাধারণ জীবনযাপন করলেও সন্তানদের মূল্যবোধ, শিক্ষা ও আত্মসম্মানের বিষয়ে সবসময় গুরুত্ব দিয়েছে। এ কারণেই পরিবারটিকে এলাকায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হয়।

পুত্র সন্তানের জন্মের সময় উন্নত চিকিৎসার জন্য সুনীতাকে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জন্মের পর নবজাতকটি রক্তাল্পতায় ভুগছিল। চিকিৎসকরা দ্রুত রক্ত সঞ্চালনের ব্যবস্থা করলে শিশুটির অবস্থার উন্নতি হয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

পুত্র সন্তানের আগমনে পরিবারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিষ্টি বিতরণ করা হচ্ছে। সঞ্জয়ের মা মায়া দেবী বলেন, বহুদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি খুবই আনন্দিত।

সঞ্জয় জানান, তিনি আগে গণপূর্ত বিভাগে দৈনিক মজুরির শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৮ সালে কাজ হারানোর পর মনরেগার আওতায় শ্রমিক হিসেবে জীবিকা চালান। বর্তমানে কাজ না থাকলেও তিনি বলেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তেই তার সব পরিশ্রম।

তিনি আরও বলেন, “কন্যারা কারো চেয়ে কম নয়। তারা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুত্র সন্তান চেয়ে ১৯ বছরে ১১ বার মা হলেন যে নারী

সর্বশেষ আপডেট ০৪:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ভারতের হরিয়ানা রাজ্যে দীর্ঘ ১৯ বছর পর এক গৃহবধূ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তিনি টানা ১০টি কন্যা সন্তানের জন্ম দেন। ফতেহাবাদ জেলার ভুনা ব্লকের ঢানি ভোজরাজ গ্রামে এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গ্রামের বাসিন্দা সঞ্জয় ও সুনীতার বিয়ে হয় প্রায় ১৯ বছর আগে। বিয়ের শুরু থেকেই দম্পতির ইচ্ছা ছিল পুত্র সন্তান লাভের। তবে একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় তাদের অপেক্ষা দীর্ঘ হতে থাকে। অবশেষে ১১তম গর্ভধারণে পুত্র সন্তানের মুখ দেখেন সুনীতা।

সঞ্জয় জানান, তিনি কখনোই তার মেয়েদের বোঝা মনে করেননি। বরং সব মেয়েকেই ছেলের মতো করেই মানুষ করেছেন। তার বড় মেয়ের বয়স এখন ১৮ বছর, সে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। অন্য মেয়েরাও নিয়মিত স্কুলে যাচ্ছে। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও মেয়েদের শিক্ষা ও লালন-পালনে কোনো অবহেলা করেননি বলেও জানান তিনি।

গ্রামবাসীদের ভাষ্য, সঞ্জয়ের পরিবার খুব সাধারণ জীবনযাপন করলেও সন্তানদের মূল্যবোধ, শিক্ষা ও আত্মসম্মানের বিষয়ে সবসময় গুরুত্ব দিয়েছে। এ কারণেই পরিবারটিকে এলাকায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হয়।

পুত্র সন্তানের জন্মের সময় উন্নত চিকিৎসার জন্য সুনীতাকে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জন্মের পর নবজাতকটি রক্তাল্পতায় ভুগছিল। চিকিৎসকরা দ্রুত রক্ত সঞ্চালনের ব্যবস্থা করলে শিশুটির অবস্থার উন্নতি হয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

পুত্র সন্তানের আগমনে পরিবারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিষ্টি বিতরণ করা হচ্ছে। সঞ্জয়ের মা মায়া দেবী বলেন, বহুদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি খুবই আনন্দিত।

সঞ্জয় জানান, তিনি আগে গণপূর্ত বিভাগে দৈনিক মজুরির শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৮ সালে কাজ হারানোর পর মনরেগার আওতায় শ্রমিক হিসেবে জীবিকা চালান। বর্তমানে কাজ না থাকলেও তিনি বলেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তেই তার সব পরিশ্রম।

তিনি আরও বলেন, “কন্যারা কারো চেয়ে কম নয়। তারা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”