পুতিন ইউক্রেনে ৭ দিন হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে : ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১২:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো সামরিক হামলা চালাবে না। তিনি দাবি করেছেন, এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনের এক মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি নিজে পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। “পুতিন এতে সম্মত হয়েছেন,” তিনি বলেন এবং যোগ করেন, তাদের আলোচনাটি খুবই ফলপ্রসূ হয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইউক্রেনে তীব্র শীতও সাময়িক স্থগিতের একটি কারণ।
এর আগে ইউক্রেনের সংসদ সদস্য অ্যালেক্সেই গোনচারেঙ্কো জানিয়েছিলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছে। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিনের প্রেসসেক্রেটারি দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে কথা বললেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
বর্তমানে ইউক্রেনে তীব্র শীত পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা গড়ে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস, এবং রোববার থেকে এটি আরও কমে মাইনাস ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়, যা ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি এবং কিয়েভের ন্যাটো তদবিরের কারণে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে গড়ে ওঠে। রাশিয়ার বাহিনী লক্ষ্যবস্তু হিসেবে শুধুমাত্র সেনা স্থাপনা নয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকেও হামলার লক্ষ্য করেছে। সর্বশেষ ২৬ জানুয়ারি রাতভর কিয়েভসহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১.২ মিলিয়ন বাড়ি বিদ্যুত্বিহীন হয়ে পড়ে।
ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, সরকার বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ করছে, তবে এখনও এক মিলিয়নের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।


































