প্রেস সচিব
পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো
- সর্বশেষ আপডেট ০২:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 93
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। তিনি উল্লেখ করেছেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপ ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, জরিপের পরিসংখ্যানই দেখাচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ায় সামনের নির্বাচন ইনক্লুসিভ হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি বলেন, “বাংলাদেশে কারও ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সামর্থ্য নেই; সবাই যদি ভোটে অংশ নেন, ভোট ভালোভাবে সম্পন্ন হবে।”
জরিপ অনুযায়ী, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনও পিআর সিস্টেম সম্পর্কে জানেন না। পিআর চান ২১.৮ শতাংশ এবং চান না ২২.২ শতাংশ। জরিপে অংশগ্রহণ করেন ১০,৪১৩ জন, যেখানে ৬৯.৯ শতাংশের ধারণা, একটি অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী আয়োজনের সক্ষমতা নিয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব দেখা গেছে।































