ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিংকির বিরুদ্ধে পরীমণির মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 358

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা খারিজ

চিত্রনায়িকা পরীমণির করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মামলার অন্যতম আসামি ছিলেন গৃহকর্মী পিংকি আক্তারসহ আরও চারজন।

মঙ্গলবার (৮ জুলাই) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল।

আদালতের ব্যাখ্যায় বলা হয়েছে, আগের ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল হওয়ায় এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ মামলা দায়েরকৃত ধারাগুলো না থাকায় এটি গ্রহণযোগ্য হয়নি।

গত ২১ মে সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করে। পরীমণির মামলা আগের আইনের ২৮ ও ৩১ ধারায় করা হয়েছিল। কিন্তু নতুন আইন অনুযায়ী এ অভিযোগগুলো অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি খারিজ করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন পরীমণি। অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ পরীমণি একটি এজেন্সির মাধ্যমে পিংকি আক্তারকে তার শিশুসন্তানের দেখভালের জন্য নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে মিথ্যা ও অশালীন বক্তব্য দেন। এসব বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীমণি মানহানির অভিযোগে মামলা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিংকির বিরুদ্ধে পরীমণির মামলা খারিজ

সর্বশেষ আপডেট ০৭:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

চিত্রনায়িকা পরীমণির করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মামলার অন্যতম আসামি ছিলেন গৃহকর্মী পিংকি আক্তারসহ আরও চারজন।

মঙ্গলবার (৮ জুলাই) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল।

আদালতের ব্যাখ্যায় বলা হয়েছে, আগের ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল হওয়ায় এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ মামলা দায়েরকৃত ধারাগুলো না থাকায় এটি গ্রহণযোগ্য হয়নি।

গত ২১ মে সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করে। পরীমণির মামলা আগের আইনের ২৮ ও ৩১ ধারায় করা হয়েছিল। কিন্তু নতুন আইন অনুযায়ী এ অভিযোগগুলো অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি খারিজ করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন পরীমণি। অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ পরীমণি একটি এজেন্সির মাধ্যমে পিংকি আক্তারকে তার শিশুসন্তানের দেখভালের জন্য নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে মিথ্যা ও অশালীন বক্তব্য দেন। এসব বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীমণি মানহানির অভিযোগে মামলা করেন।