পাহাড়, মেঘ আর নৈসর্গিক সৌন্দর্যের এক ঠিকানা ‘মিরিঞ্জা ভ্যালি’
- সর্বশেষ আপডেট ০৪:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 206
বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত পাহাড়, মেঘ আর নৈসর্গিক সৌন্দর্যের মনোরম উপত্যকার ‘মিরিঞ্জা ভ্যালি’। ছবি: সংগৃহীত
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্ময়কর প্রকৃতির গহীনে লুকিয়ে থাকা এক মনোরম উপত্যকার নাম ‘মিরিঞ্জা ভ্যালি’। বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত এই স্থানটি তুলনামূলকভাবে কম পরিচিত হলেও, এর পাহাড়, মেঘ আর নৈসর্গিক সৌন্দর্য ও গভীর নীরবতা ভ্রমণপিপাসুদের হৃদয় জয় করে নিচ্ছে দ্রুত।
পাহাড়ের গায়ে মেঘের আলতো ছোঁয়া, দূরের সবুজের ঢেউ আর গোধূলির সময় সোনালী সূর্যের আলো ‘মিরিঞ্জা ভ্যালি’ যেন প্রকৃতির কবিতার মতো এক অনুভূতির নাম। চারপাশের ঘন অরণ্য, পাহাড়ি বাতাস, পাখির ডাক, আর মাঝে মাঝে উঁকি দেওয়া ছোট ছোট ঝরনা সব মিলে এটি হয়ে উঠেছে মানসিক প্রশান্তির এক দুর্লভ ঠিকানা।
‘মিরিঞ্জা ভ্যালি’ অবস্থিত বান্দরবান জেলার লামা উপজেলায়, শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। চট্টগ্রাম থেকে বাস বা প্রাইভেট গাড়িতে সরাসরি লামা পৌঁছানো যায়। সেখান থেকে স্থানীয় যানবাহনে সহজেই মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায়। যাত্রাপথেই পর্যটকেরা উপভোগ করবেন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঝিরি পথ আর দিগন্তজোড়া সবুজ।
এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা চিরস্মরণীয়। পাহাড়ের ফাঁকে ফাঁকে সূর্যের আলো যেন রঙের খেলা। মিরিঞ্জা থেকে পাখির চোখে দেখার মত দেখা যায় পুরো লামা শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলো ।
যারা কোলাহল থেকে দূরে থাকতে চান, মিরিঞ্জা তাদের জন্য উপযুক্ত। প্রতিটি বাঁকে বাঁকে ছবি তোলার মতো একেকটা দৃশ্য রয়েছে । মিরিঞ্জা অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে ভিড়বিহীন। প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন। নিরাপত্তা ব্যবস্থা ভালো।
রাস্তাঘাট কিছুটা দুর্গম। বৃষ্টি হলে রাস্তা গুলো হয়ে উঠে কাঁদাময় ও পিচ্ছিল । থাকার সুব্যবস্থা এখনও সীমিত, তবে স্থানীয় গেস্ট হাউস বা টেজে থাকা যায়। পর্যটন সুবিধা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি।
সকালে গিয়ে বিকেলেই ফিরতে পারেন, অথবা একরাত থেকে যেতে চাইলে আগেই থাকার ব্যবস্থা নিশ্চিত করুন। পানিয়জল, হালকা খাবার, চার্জার ও মেডিকেল কিট সঙ্গে রাখুন।
‘মিরিঞ্জা ভ্যালি’ এখনো অপেক্ষাকৃত অজানা এক রত্ন। যারা প্রকৃতির সান্নিধ্যে কিছু নিঃশব্দ সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে নিখুঁত এক গন্তব্য। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, তাহলে মিরিঞ্জা ভ্যালির শান্ত নৈঃশব্দ্য আপনাকে টেনে নিয়ে যাবে অন্য এক জগতে যেখানে কেবলই সবুজ, মেঘ আর আপন মন।































