ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 181

পাবনায় বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, ‘ময়েজ বাহিনী’ নামের একটি সন্ত্রাসী দল বিলে এই কারখানা তৈরি করেছিল। তারা বিলের আশপাশের এলাকায় অস্ত্রের মহড়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক ব্যক্তিরা হলো; পাবনা সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল।

আতাইকুলা থানার পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসী বাহিনী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তারা বিলের মধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিনঘরে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল। এই কারখানা থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করা হতো।

সোমবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ওয়ান-শুটারগান, একটি রিভলভার, তিনটি গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দু’জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাবনায় বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

সর্বশেষ আপডেট ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, ‘ময়েজ বাহিনী’ নামের একটি সন্ত্রাসী দল বিলে এই কারখানা তৈরি করেছিল। তারা বিলের আশপাশের এলাকায় অস্ত্রের মহড়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক ব্যক্তিরা হলো; পাবনা সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল।

আতাইকুলা থানার পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসী বাহিনী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তারা বিলের মধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিনঘরে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল। এই কারখানা থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করা হতো।

সোমবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ওয়ান-শুটারগান, একটি রিভলভার, তিনটি গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দু’জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।