ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৮:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 62

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। হামলায় তালেব মন্ডলের গাড়ি ভাঙচুরসহ শতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বহু নেতাকর্মী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া না গেলেও তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে ওই এলাকায় জামায়াত কর্মীদের মারধরের ঘটনার জেরে আজ প্রচারণায় গেলে তালেব মন্ডল ও তার দলীয় নেতাকর্মীদের ওপর মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে হামলা হয়। পরে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে প্রার্থীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি সামান্য আহত হন। হামলায় জামায়াতের আরও বহু নেতাকর্মী জখম হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এলাকায় গিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন এবং গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসম আব্দুন নুর বলেন, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনা সম্পর্কে জানতে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা

সর্বশেষ আপডেট ০৮:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। হামলায় তালেব মন্ডলের গাড়ি ভাঙচুরসহ শতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বহু নেতাকর্মী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া না গেলেও তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে ওই এলাকায় জামায়াত কর্মীদের মারধরের ঘটনার জেরে আজ প্রচারণায় গেলে তালেব মন্ডল ও তার দলীয় নেতাকর্মীদের ওপর মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে হামলা হয়। পরে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে প্রার্থীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি সামান্য আহত হন। হামলায় জামায়াতের আরও বহু নেতাকর্মী জখম হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এলাকায় গিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন এবং গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসম আব্দুন নুর বলেন, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনা সম্পর্কে জানতে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।