ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় বিপন্ন প্রজাতির কালো বাইন বিক্রি হলো আড়াই লাখ টাকায়

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
  • সর্বশেষ আপডেট ০২:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 75

পাথরঘাটায় বিপন্ন প্রজাতির কালো বাইন বিক্রি হলো আড়াই লাখ টাকায়

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ ধরা পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রোববার (১৬ নভেম্বর) সকালে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার নয় মণের এই মাছ বিক্রির উদ্দেশ্যে ঘাটে আনে। প্রতিমণ ২৮ হাজার টাকা হিসেবে মোট আড়াই লাখ টাকায় মাছগুলো কিনে নেন স্থানীয় পাইকার জাকির হোসেন।

ট্রলারটি ১০ দিন আগে মালিক বাচ্চু গাজীর নির্দেশে গভীর সমুদ্রে বড়শি ফেলে মাছ ধরতে যায়। মাঝি বাবুল মিয়ার নেতৃত্বে ৮–১০ জন জেলে মাছ শিকারে অংশ নেন। তাদের বড়শিতে একে একে ধরা পড়ে নয় মন কালো বাইন, যা সাধারণ মাছের তুলনায় বেশি দামে বিক্রি হওয়ায় জেলেরা আনন্দিত।

পাইকার জাকির হোসেনের আরদের ম্যানেজার মো. রাসেল মিয়া জানান, পাথরঘাটায় এই মাছের তেমন বাজার নেই, তবে ঢাকাসহ চট্টগ্রাম ও কক্সবাজারে এর ভালো চাহিদা রয়েছে। তাই ক্রয় করা মাছগুলো আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, একসময় ঘনঘন দেখা মিললেও এখন এই প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। তার মতে, কিছু অসাধু ট্রলার মালিক, জেলে ও কাঠের তৈরি অবৈধ ট্রলার নির্বিচারে মাছের পোনা ধ্বংস করায় এ অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, “অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবারও গভীর সমুদ্রে এই মাছের সংখ্যা বাড়তে পারে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাথরঘাটায় বিপন্ন প্রজাতির কালো বাইন বিক্রি হলো আড়াই লাখ টাকায়

সর্বশেষ আপডেট ০২:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ ধরা পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রোববার (১৬ নভেম্বর) সকালে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার নয় মণের এই মাছ বিক্রির উদ্দেশ্যে ঘাটে আনে। প্রতিমণ ২৮ হাজার টাকা হিসেবে মোট আড়াই লাখ টাকায় মাছগুলো কিনে নেন স্থানীয় পাইকার জাকির হোসেন।

ট্রলারটি ১০ দিন আগে মালিক বাচ্চু গাজীর নির্দেশে গভীর সমুদ্রে বড়শি ফেলে মাছ ধরতে যায়। মাঝি বাবুল মিয়ার নেতৃত্বে ৮–১০ জন জেলে মাছ শিকারে অংশ নেন। তাদের বড়শিতে একে একে ধরা পড়ে নয় মন কালো বাইন, যা সাধারণ মাছের তুলনায় বেশি দামে বিক্রি হওয়ায় জেলেরা আনন্দিত।

পাইকার জাকির হোসেনের আরদের ম্যানেজার মো. রাসেল মিয়া জানান, পাথরঘাটায় এই মাছের তেমন বাজার নেই, তবে ঢাকাসহ চট্টগ্রাম ও কক্সবাজারে এর ভালো চাহিদা রয়েছে। তাই ক্রয় করা মাছগুলো আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, একসময় ঘনঘন দেখা মিললেও এখন এই প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। তার মতে, কিছু অসাধু ট্রলার মালিক, জেলে ও কাঠের তৈরি অবৈধ ট্রলার নির্বিচারে মাছের পোনা ধ্বংস করায় এ অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, “অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবারও গভীর সমুদ্রে এই মাছের সংখ্যা বাড়তে পারে।”