ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম থানায় হামলা: দুই সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 207

থানায় হামলা ও আসামি ছিনতাই: ওসিসহ আহত অন্তত ২০ জন

লালমনিরহাটের পাটগ্রাম থানায় সংঘবদ্ধ হামলার ঘটনায় থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্বৃত্তরা থানা চত্বরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি হাজত থেকে দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একটি দল হঠাৎ থানায় হামলা চালায়। তারা থানার ভেতরের চেয়ার-টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর ও তছনছ করে। জানালার কাঁচ ও দরজাও ভেঙে ফেলে।

হামলাকারীদের প্রতিরোধে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমানসহ আরও ছয়জন চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাজতের চাবি কেড়ে নিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাটগ্রাম থানায় হামলা: দুই সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

সর্বশেষ আপডেট ০৬:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম থানায় সংঘবদ্ধ হামলার ঘটনায় থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্বৃত্তরা থানা চত্বরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি হাজত থেকে দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একটি দল হঠাৎ থানায় হামলা চালায়। তারা থানার ভেতরের চেয়ার-টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর ও তছনছ করে। জানালার কাঁচ ও দরজাও ভেঙে ফেলে।

হামলাকারীদের প্রতিরোধে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমানসহ আরও ছয়জন চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাজতের চাবি কেড়ে নিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।