পাচারকারীর কবল থেকে ১৪ জিম্মি উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 95
টেকনাফে মানব পাচারকারীদের কবল থেকে ১৪ জন জিম্মিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে টেকনাফের দক্ষিণ লম্বরী ও নোয়াখালীপাড়া এলাকায় পৃথক অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। রোববার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন—টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহের (৬৯), তার স্ত্রী দিলদার বেগম (৩৮) এবং উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ শফি (৩২)। তারা মানব পাচারচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বিজিবি।
গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে নোয়াখালীপাড়ায় আবু তাহেরের বাড়িতে অভিযান চালায় বিজিবি। সেখানে জিম্মি অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় আবু তাহের ও তার স্ত্রী দিলদার বেগমকে হাতেনাতে আটক করা হয়।
একই রাতে দক্ষিণ লম্বরী এলাকায় মোহাম্মদ শফির বাড়িতে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে আরও ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের কয়েকজন পালিয়ে গেলেও বাড়ির মালিক শফিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক আশিকুর রহমান বলেন, মানব পাচার দমনে বিজিবির এই অভিযান তাদের কঠোর অবস্থানের প্রমাণ। সীমান্ত এলাকা থেকে সমুদ্র পর্যন্ত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। উদ্ধার হওয়া ১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


































