ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 163

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার জবাবে চালানো অভিযানে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানের কথা বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর একটি গাড়িবহরের ওপর হামলার পর ৯ অক্টোবর সেখানে গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের অভিযান চালানো হয়। এতে সেনা-পুলিশ যৌথ বাহিনী ৩০ জন সন্ত্রাসীকে নিহত করেছে।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় উৎখাতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।

৮ অক্টোবর, ওরাকজাই ও কুররম জেলার সংযোগ সড়কে সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বন্দুক ও বোমা হামলা চালায়। এতে লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক এবং মেজর তায়াব রাহাতসহ ১১ সেনা সদস্য নিহত হন।

আইএসপিআর জানায়, ৭ ও ৮ অক্টোবর ওরাকজাইয়ে পরিচালিত অভিযানে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানের পরদিন সকালে ওই এলাকায় ফেরার পথে সেনাবাহিনীর গাড়িবহর হামলার শিকার হয়। টিটিপি আগে থেকেই সংযোগ সড়কে ওঁত পেতে ছিল। সেনাবাহিনীর বহর সড়কে প্রবেশ করতেই সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর সড়কে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে দু’টি সামরিক যান ধ্বংস হয়। ওই গাড়িগুলোর একটিতে ছিলেন কর্নেল তারিক ও মেজর রাহাত।

আইএসপিআর জানিয়েছে, ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলাতেও অভিযান চালানো হয়। সেখানে আরও ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ—খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েছে।

খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানপন্থি তালেবান গোষ্ঠী টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত। বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান সরকার উভয় গোষ্ঠীকেই নিষিদ্ধ করেছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছে, ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদ-সংক্রান্ত সহিংসতা ৪৬ শতাংশ বেড়েছে।

সিআরএসএস-এর তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ৩২৯টি, যেখানে নিহত হয়েছেন অন্তত ৯০১ জন এবং আহত হয়েছেন আরও ৫৯৯ জন।

সূত্র: জিও নিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জন নিহত

সর্বশেষ আপডেট ১২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার জবাবে চালানো অভিযানে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানের কথা বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর একটি গাড়িবহরের ওপর হামলার পর ৯ অক্টোবর সেখানে গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের অভিযান চালানো হয়। এতে সেনা-পুলিশ যৌথ বাহিনী ৩০ জন সন্ত্রাসীকে নিহত করেছে।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় উৎখাতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।

৮ অক্টোবর, ওরাকজাই ও কুররম জেলার সংযোগ সড়কে সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বন্দুক ও বোমা হামলা চালায়। এতে লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক এবং মেজর তায়াব রাহাতসহ ১১ সেনা সদস্য নিহত হন।

আইএসপিআর জানায়, ৭ ও ৮ অক্টোবর ওরাকজাইয়ে পরিচালিত অভিযানে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানের পরদিন সকালে ওই এলাকায় ফেরার পথে সেনাবাহিনীর গাড়িবহর হামলার শিকার হয়। টিটিপি আগে থেকেই সংযোগ সড়কে ওঁত পেতে ছিল। সেনাবাহিনীর বহর সড়কে প্রবেশ করতেই সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর সড়কে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে দু’টি সামরিক যান ধ্বংস হয়। ওই গাড়িগুলোর একটিতে ছিলেন কর্নেল তারিক ও মেজর রাহাত।

আইএসপিআর জানিয়েছে, ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলাতেও অভিযান চালানো হয়। সেখানে আরও ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ—খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েছে।

খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানপন্থি তালেবান গোষ্ঠী টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত। বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান সরকার উভয় গোষ্ঠীকেই নিষিদ্ধ করেছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছে, ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদ-সংক্রান্ত সহিংসতা ৪৬ শতাংশ বেড়েছে।

সিআরএসএস-এর তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ৩২৯টি, যেখানে নিহত হয়েছেন অন্তত ৯০১ জন এবং আহত হয়েছেন আরও ৫৯৯ জন।

সূত্র: জিও নিউজ