পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল আফগানিস্তান
- সর্বশেষ আপডেট ০৮:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 133
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির বড় অংশে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ছিল এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, চিত্রাল, সোয়াত, গিলগিট, অ্যাবোটাবাদ ও আশেপাশের এলাকায় শক্তিশালী কম্পনের অনুভূতি পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও ইসলামাবাদ ও খাইবার পাখতোনখোয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনে কম্পন লক্ষ্য করা গিয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প দেখা যায়। এই অঞ্চল ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
গত সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ জনের মৃত্যু ঘটে এবং কয়েক হাজার ব্যক্তি আহত হন।































