পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত
- সর্বশেষ আপডেট ০৩:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 188
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নর্থ ওয়াজিরিস্তানে একটি সামরিক কনভয়ের ওপর আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ জুন) সংঘটিত এ হামলায় আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সামরিক বহরের একটি যানকে আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, যেখানে ছয়জন শিশু আহত হয়।
পুলিশ সূত্র বলছে, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী, যা আশপাশের বাড়িঘরের ক্ষতিও করেছে।
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়, যারা প্রায়ই এমন হামলার পেছনে জড়িত থাকে বলে মনে করা হয়।
উল্লেখ্য, নিরাপত্তাহীনতা এবং জঙ্গিগোষ্ঠীগুলোর উপস্থিতির কারণে খাইবার পাখতুনখোয়ার এই সীমান্তবর্তী এলাকাটি বহুদিন ধরেই অস্থিতিশীল রয়ে গেছে।































