পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ
পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখা
- সর্বশেষ আপডেট ০১:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 207
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শিকড় ইতিহাস ও সংস্কৃতিতে প্রোথিত। শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।
গতকাল শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে মরিয়ম এসব কথা বলেন। সামা টিভি অনলাইন জানায়, বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, শিল্প ও কৃষিতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
মরিয়ম পোশাক খাত ও ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।
তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি, অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে।
মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজ করার জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটিকে পারস্পরিক আস্থার লক্ষণ হিসেবে অভিহিত করেন। এছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন।
মরিয়ম বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন-২০৩০ ‘প্রথম নারী’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এসময় বাংলাদেশি হাইকমিশনার মরিয়ম নওয়াজের কল্যাণমূলক উদ্যোগ ও প্রদেশের উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।
































