পাঁচ মিনিটে তিন পেনাল্টি সেভ, লিলের গোলকিপারের রোমাঞ্চ
- সর্বশেষ আপডেট ০৫:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 67
ইউরোপা লিগে গতকাল রাতে লিগ পর্বে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লিল। ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য ব্যর্থতায় টানা তিনটি পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির রোমা।
ম্যাচের ৬ মিনিটে আইসল্যান্ডের মিডফিল্ডার হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। ৮০ মিনিটে লিলের ডিফেন্ডার আইসা মান্দি নিজেদের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় রোমা। এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা।
পেনাল্টি নেওয়ার জন্য ডাক পড়ে ইউক্রেনের ২৮ বছর বয়সী স্ট্রাইকার আর্তেম দোভবিকের। লিলের তুর্কি গোলকিপার বার্কে ওজেরও প্রস্তুত ছিলেন। দোভবিকের মনোযোগ নষ্ট করতে শট নেওয়ার আগে পোস্ট ছেড়ে একটু এগিয়ে আসেন ওজের। লাফ দিয়ে পোস্টও কয়েকবার স্পর্শ করেন তিনি।
দোভবিক তাঁর বাঁ দিকে শট নিলে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকান ওজের। লিল ডিফেন্ডার রোমেইন পেরাউদ দৌড়ে এসে বল ক্লিয়ার করেন যেন দোভবিক ফিরতি শটে গোল না করতে পারেন। অলিম্পিকো স্টেডিয়ামে আনন্দে ফেটে পড়েন লিল সমর্থকেরা।
কিন্তু রেফারি এরিক লামব্রেখটস ৩০ সেকেন্ডের মধ্যে জানিয়ে দেন, পেনাল্টি শটটি আবার নিতে হবে। কারণ দোভবিক শট নেওয়ার আগেই নিয়ম ভেঙে বক্সে ঢুকে পড়েছিলেন পেরাউদ এবং ফিরতি বলে ইউক্রেনের তারকার গোল করার সুযোগও তিনি নষ্ট করেছেন।
দোভবিক দ্বিতীয় পেনাল্টি শটটিও একই কায়দায় নেন। ওজেরের বাঁ দিকে প্রথম শটের প্রায় ‘কার্বন কপি’ ছিল তাঁর দ্বিতীয় শটটি। ওজের এবারও বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শটটি রুখে দেন। তবে এবারও লিলের এই গোলকিপার ভুল করেন। পেনাল্টি শট নেওয়ার আগে গোললাইন ছেড়ে একটু সামনে এগিয়ে এসেছিলেন। এ কারণে রেফারি তৃতীয়বারের মতো পেনাল্টি শট নেওয়ার নির্দেশ দেন।



































