পল্লবীতে যুবককে গলা কেটে হত্যা
- সর্বশেষ আপডেট ০২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 390
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি। তিনি স্থানীয়ভাবে ‘পেপার সানি’ নামে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সানি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা গত রমজান মাসেও সানির ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, পুলিশ ব্যবস্থা নিলে আজ সানিকে এমন নির্মমভাবে হত্যা করতে পারত না।
নিহত সানির পরিবার আরও দাবি করেছে, পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা, ‘টানা কাজ’ নামে পরিচিত এক সন্ত্রাসীসহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
































