ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিধবা গৃহবধূর নৃশংস আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৭:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 111

আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে নিজেই ব্লেড দিয়ে গলা কেটে শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বিধবা গৃহবধূ শাহিনা দীর্ঘদিন ধরে ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তাঁর স্মরণশক্তিতে সমস্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে পরিবার তাঁকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।

শুক্রবার রাতের খাবারের পর তিনি শয়নঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের ডাকাহ্বানেও সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, শাহিনা গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় শোয়ানে পড়ে রয়েছেন।

থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। স্থানীয় ওয়ার্ড সদস্য জানান, মস্তিষ্কবিকৃতির কারণে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছেন। পরিবার কোনো অভিযোগ না রাখায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। ঘটনার কারণে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীতে বিধবা গৃহবধূর নৃশংস আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৭:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে নিজেই ব্লেড দিয়ে গলা কেটে শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বিধবা গৃহবধূ শাহিনা দীর্ঘদিন ধরে ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তাঁর স্মরণশক্তিতে সমস্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে পরিবার তাঁকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।

শুক্রবার রাতের খাবারের পর তিনি শয়নঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের ডাকাহ্বানেও সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, শাহিনা গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় শোয়ানে পড়ে রয়েছেন।

থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। স্থানীয় ওয়ার্ড সদস্য জানান, মস্তিষ্কবিকৃতির কারণে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছেন। পরিবার কোনো অভিযোগ না রাখায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। ঘটনার কারণে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমেছে।