পলাশবাড়ীতে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 61
গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর প্রশাসনের প্রতিনিধিরা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশ নেন। উপস্থিতদের মতামত শোনার পর জেলা প্রশাসক বলেন, “উপজেলার উন্নয়ন নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রশাসন কাজ করবে, আর এতে সবার মতামতই আমাদের শক্তি।”
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

































