ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে মাহবুবুল হত্যায় প্রবাসীদের মানববন্ধন ও বিচারের দাবি

হাফিজ আল আসাদ পতুগাল থেকে
  • সর্বশেষ আপডেট ০৩:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 210

পর্তুগালে মাহবুবুল হত্যায় প্রবাসীদের মানববন্ধন ও বিচারের দাবি

গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় প্রবাসীদের একটি প্রতিনিধি দল পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। এতে মাহবুবুল আলম হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, “আমরা পর্তুগালের আইন-কানুনকে সম্মান করি। তবে আমরা অভিবাসী হলেও আমাদের রয়েছে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। আমরা চাই, ব্যবসা ও কর্মক্ষেত্রে আমাদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হোক।”

তারা আরও বলেন, “মাহবুবুল আলমকে যেভাবে স্ত্রী-সন্তানের সামনে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা চাই এমন মর্মান্তিক দৃশ্য আর কোনো পরিবার যেন দেখতে না হয়।”

মানববন্ধনে অংশ নেন পর্তুগালের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সবাই। বক্তারা বলেন, এ হত্যাকাণ্ড যেন দ্রুত বিচার ও শাস্তির দৃষ্টান্ত স্থাপন করে, যাতে পর্তুগালে বসবাসরত অভিবাসীরা নিরাপদে বসবাস করতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগালে মাহবুবুল হত্যায় প্রবাসীদের মানববন্ধন ও বিচারের দাবি

সর্বশেষ আপডেট ০৩:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় প্রবাসীদের একটি প্রতিনিধি দল পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। এতে মাহবুবুল আলম হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, “আমরা পর্তুগালের আইন-কানুনকে সম্মান করি। তবে আমরা অভিবাসী হলেও আমাদের রয়েছে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। আমরা চাই, ব্যবসা ও কর্মক্ষেত্রে আমাদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হোক।”

তারা আরও বলেন, “মাহবুবুল আলমকে যেভাবে স্ত্রী-সন্তানের সামনে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা চাই এমন মর্মান্তিক দৃশ্য আর কোনো পরিবার যেন দেখতে না হয়।”

মানববন্ধনে অংশ নেন পর্তুগালের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সবাই। বক্তারা বলেন, এ হত্যাকাণ্ড যেন দ্রুত বিচার ও শাস্তির দৃষ্টান্ত স্থাপন করে, যাতে পর্তুগালে বসবাসরত অভিবাসীরা নিরাপদে বসবাস করতে পারেন।