শিরোনাম
পর্তুগালে ঈদে মিলাদুন্নবী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
- সর্বশেষ আপডেট ০৪:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 199
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের পর্তুগাল শাখার সভাপতি কাজী জুলহাস মামুনের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, সোহাগ মুন্সী, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নিজাম রাহাদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মুরুব্বী কমিউনিটি ব্যক্তিত্ব তসলিম উদ্দীন।
এ সময় বক্তারা, হযরত মোহাম্মদ (স:) এর দেখানো পথ অনুসরন করে বিশ্ব শান্তি ও কল্যাণে কাজ করার আহ্বান জানান।
Tag :
\#দীঘিনালা #ঈদে\_মিলাদুন্নবী #জশনে\_জুলুস #মিলাদ\_মাহফিল #আলোচনা\_সভা #খাগড়াছড়ি #আহলে\_সুন্নাত\_ওয়াল\_জামায়াত #শান্তির\_বাণী #ধর্মীয়\_অনুষ্ঠান #সাংস্কৃতিক\_প্রতিযোগিতা পতুর্গাল





































