পরীমণির জন্মদিন উদযাপন
- সর্বশেষ আপডেট ১২:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 88
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ (২৪ অক্টোবর)। ঢালিউডে আসার পর থেকে জাঁকজমকভাবে দিনটি উদযাপন করলেও গত তিন বছর কোনো আয়োজন করেননি এই নায়িকা। এবার দিনটি একেবারেই ঘরোয়া আয়োজনে কেটেছে। তবে এবারের একটি ব্যতিক্রম দেখা গেছে—চার দিন আগে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনের দিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা।
নিজের বিশেষ দিন নিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।”
পোস্টের শেষে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেন ভক্ত-অনুরাগীদের। এ বছর জন্মদিনে তিনি দেশে থাকবেন না। তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন। এ সময় পরীর পাশে ছিলেন অর্ক নামে একজন।
ছবি প্রকাশের পর অর্ক সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, তার সঙ্গে কী সম্পর্ক। পোস্টে পরীমণি বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।
ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, “অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকেন অর্ক, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে ১২ মাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা।” তিনি অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন।
পরীমণিকে সর্বশেষ দেখা গেছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’।





































