পর পর ভূমিকম্পে নরসিংদীবাসী আতঙ্কে
- সর্বশেষ আপডেট ১১:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 81
ভূমিকম্প ঘিরে নরসিংদীতে আতঙ্ক প্রকট রূপ নিয়েছে। শুক্রবার ও শনিবার চার দফা ভূমিকম্প হয়েছে। তিনটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। শনিবার সকালের ভূকম্পনের উৎপত্তিস্থল পলাশ উপজেলা। সন্ধ্যায় প্রথম কম্পনের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা। সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী।
শুক্রবারের ভূমিকম্পে পলাশ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে দুইজনের। তারা হলেন, মালিতার কাজেম আলী ভূঁইয়া ও ইসলামপাড়ার নাসির উদ্দিন। তাপ বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে যায়। বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফরমার) ভেঙে পড়ে। কম্পনে সাময়িক বন্ধ থাকে সার কারখানার উৎপাদন।
গতকাল দুপুরে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটে মানুষজনের চলাচল কম। ছোট ছোট দোকানে মানুষজনের জটলা। তারা ভূমিকম্পকালীন নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছেন। এ সময় তিতাস গ্যাস কোম্পানির স্থানীয় অফিসের টেকনিশিয়ান গাজী দেলোয়ার হোসেন বললেন, ভূমিকম্পের আতঙ্কে ভুগছি।
তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রহমান বলেছেন, ভূমিকম্প বলেকয়ে আসে না। তাই তারাও ভূমিকম্প নিয়ে আতঙ্কে আছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের কারণে তারা গ্যাস সরবরাহ বন্ধ করেননি।
































