পদোন্নতি না পেয়ে কিশোরগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 97
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭ ব্যাচের প্রভাষকদের পদোন্নতি ১৭ মাস ধরে স্থগিত রয়েছে। তবে তাদের ছাত্ররা ইতিমধ্যেই অন্যান্য ক্যাডারে চাকরি নিয়ে পদোন্নতি পেয়েছে, যা নিয়ে শিক্ষক নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
রোববার থেকে পদোন্নতি না হওয়া পর্যন্ত দেশব্যাপী ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচির আওতায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার কিশোরগঞ্জের সরকারি মহিলা কলেজের ১৭ জন এবং সরকারি গুরুদয়াল কলেজের ৫১ জন প্রভাষক দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি এবং মানববন্ধনে অংশ নেন।
সরকারি মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক পরিষদের কলেজ শাখার আহ্বায়ক সমাজকর্ম বিভাগের প্রভাষক জ্যোতির্ময় দেব ও সদস্যসচিব দর্শন বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান পিয়াস।
তারা জানান, সারাদেশে মোট দুই হাজার ৩৯৯ জন প্রভাষক পদোন্নতি বঞ্চিত রয়েছেন। অনেক অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ব্যাচের তুলনায় দুই পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। এমন পরিস্থিতিতে প্রভাষকদের পদোন্নতির দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। এসময় কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।


































