ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ২১ আগস্ট মামলার বিচারক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 103

বিচারপতি শাহেদ নূরউদ্দিন

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায় ঘোষণাকারি হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তার পদত্যাগের তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলামের পাঠানো এই বার্তায় জানানো হয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
আওয়ামী লীগের সহযোগি হিসেবে চিহ্নিত করে গত ১৬ অক্টোবর বিচারপতি শাহেদ নূরউদ্দিনসহ হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়।

আজ সকালে তাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান বিচারপতি।

ছুটিতে যাওয়া অনান্য বিচারপতির মধ্যে একজন মো. আতাউর রহমান খান অবসরে চলে গেছেন।

এখন রয়েছেন ১০ জন, তারা হলেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদত্যাগ করেছেন ২১ আগস্ট মামলার বিচারক

সর্বশেষ আপডেট ০৪:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায় ঘোষণাকারি হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তার পদত্যাগের তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলামের পাঠানো এই বার্তায় জানানো হয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
আওয়ামী লীগের সহযোগি হিসেবে চিহ্নিত করে গত ১৬ অক্টোবর বিচারপতি শাহেদ নূরউদ্দিনসহ হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়।

আজ সকালে তাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান বিচারপতি।

ছুটিতে যাওয়া অনান্য বিচারপতির মধ্যে একজন মো. আতাউর রহমান খান অবসরে চলে গেছেন।

এখন রয়েছেন ১০ জন, তারা হলেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।