ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পডকাস্টে যে পরিকল্পনা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 4

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে এসে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা প্রকাশ করেছেন। দেশব্যাপী মা, গৃহিনী এবং পরিবারের মহিলাদের জন্য অর্থনৈতিক সহায়তা ও খাদ্য সামগ্রী সরবরাহের এই উদ্যোগ আগামী সরকারের প্রথম কার্যক্রমের মধ্যে থাকবে, বললেন তিনি।

তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পডকাস্ট-১ এ দেশের মা-বোনেদের জন্য পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় পেলে সরকার গঠন করলে দেশের মানুষের জন্য নানা কাজ করতে হবে। তার পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, যা দেশের কোটি কোটি মা-বোনের হাতে পৌঁছানো হবে।

তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশের প্রায় ৪ কোটি পরিবার আছে। কাজ শুরু হবে গ্রাম থেকে, শহরের দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোও ধাপে ধাপে অন্তর্ভুক্ত হবে। কার্ডটি ধারক মা বা গৃহিনীর নাম, নম্বর, মেয়াদ এবং স্ক্যানিং দাগসহ থাকবে।

ফ্যামিলি কার্ড ধারকদের প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা নগদ বা সমপরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হবে। এতে পরিবারের মাসিক খাদ্যব্যয় কিছুটা হ্রাস পাবে এবং মা-বোনেরা সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষায় খরচ করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী, এই সহায়তা ধারাবাহিকভাবে ৫-৭ বছরের মধ্যে পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করবে।

তারেক বলেন, ফ্যামিলি কার্ড সব মা-বোনের জন্য সাধারণভাবে রাখা হয়েছে। একজন কৃষকের স্ত্রী, প্রাইমারি স্কুল শিক্ষকের স্ত্রী, ভ্যান বা রিকশা চালকের স্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তার স্ত্রী পর্যন্ত সকলেই এটি পাবেন। প্রয়োজন না থাকলে তারা কার্ড ফেরত দিয়ে সত্যিকারের দরিদ্রদের জন্য ব্যবহৃত হবে। কার্ডের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে এবং ধীরে ধীরে পুরো দেশে সচ্ছল সমাজ গড়ে উঠবে।

তিনি আশা প্রকাশ করেন, কার্ডের মাধ্যমে মা-বোনেরা সম্মান, আত্মমর্যাদা ও অর্থনৈতিক শক্তি অর্জন করবে। কাজ শুরু হলে আরও বিস্তারিত পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি পডকাস্ট শেষে সবাইকে ভালো থাকার পরামর্শ দিয়ে আল্লাহ হাফেজ জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পডকাস্টে যে পরিকল্পনা জানালেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে এসে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা প্রকাশ করেছেন। দেশব্যাপী মা, গৃহিনী এবং পরিবারের মহিলাদের জন্য অর্থনৈতিক সহায়তা ও খাদ্য সামগ্রী সরবরাহের এই উদ্যোগ আগামী সরকারের প্রথম কার্যক্রমের মধ্যে থাকবে, বললেন তিনি।

তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পডকাস্ট-১ এ দেশের মা-বোনেদের জন্য পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় পেলে সরকার গঠন করলে দেশের মানুষের জন্য নানা কাজ করতে হবে। তার পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, যা দেশের কোটি কোটি মা-বোনের হাতে পৌঁছানো হবে।

তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশের প্রায় ৪ কোটি পরিবার আছে। কাজ শুরু হবে গ্রাম থেকে, শহরের দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোও ধাপে ধাপে অন্তর্ভুক্ত হবে। কার্ডটি ধারক মা বা গৃহিনীর নাম, নম্বর, মেয়াদ এবং স্ক্যানিং দাগসহ থাকবে।

ফ্যামিলি কার্ড ধারকদের প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা নগদ বা সমপরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হবে। এতে পরিবারের মাসিক খাদ্যব্যয় কিছুটা হ্রাস পাবে এবং মা-বোনেরা সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষায় খরচ করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী, এই সহায়তা ধারাবাহিকভাবে ৫-৭ বছরের মধ্যে পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করবে।

তারেক বলেন, ফ্যামিলি কার্ড সব মা-বোনের জন্য সাধারণভাবে রাখা হয়েছে। একজন কৃষকের স্ত্রী, প্রাইমারি স্কুল শিক্ষকের স্ত্রী, ভ্যান বা রিকশা চালকের স্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তার স্ত্রী পর্যন্ত সকলেই এটি পাবেন। প্রয়োজন না থাকলে তারা কার্ড ফেরত দিয়ে সত্যিকারের দরিদ্রদের জন্য ব্যবহৃত হবে। কার্ডের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে এবং ধীরে ধীরে পুরো দেশে সচ্ছল সমাজ গড়ে উঠবে।

তিনি আশা প্রকাশ করেন, কার্ডের মাধ্যমে মা-বোনেরা সম্মান, আত্মমর্যাদা ও অর্থনৈতিক শক্তি অর্জন করবে। কাজ শুরু হলে আরও বিস্তারিত পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি পডকাস্ট শেষে সবাইকে ভালো থাকার পরামর্শ দিয়ে আল্লাহ হাফেজ জানান।