পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 121
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের কারণে মাছ ধরতে না পারায় রাসেল পরিবারের খরচ জোগাতে দিনমজুরের কাজ করছিলেন। কাজের সময় তিনি রশি দিয়ে বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”


































