পটিয়ায় থানা ঘেরাও- মহাসড়ক অবরোধ করেছে বৈছাআ
- সর্বশেষ আপডেট ১২:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 166
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা, ফলে ওই সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
নেতাকর্মীদের অভিযোগ, মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার মাঠে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দাবি করেন, পুলিশ দুবার তাদের ওপর হামলা চালিয়েছে এবং ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগ নেতাকে আটক করে আন্দোলনকারীরা থানায় নিয়ে গেলে। কিন্তু তার বিরুদ্ধে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে।
পটিয়ায় আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন, “পুলিশ লাঠিচার্জ করায় সংঘর্ষ শুরু হয়।”
চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী জানান, “আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আন্দোলনকারীরা থানায় মব তৈরি করে ছাত্রলীগ নেতাকে মারধর করছিল। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
































