ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পছন্দের পুরুষ কেমন চুম্বন করবেন: মালাইকা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 66

বলিউডের গ্ল্যামার জগতে মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

বলিউডের গ্ল্যামার জগতে মালাইকা অরোরা বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু-হোক ফ্যাশন, নাচ কিংবা তাঁর ব্যাক্তিগত জীবন। সম্প্রতি আবার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম, কারণে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন এ কথা- ঠিক কেমন পুরুষ তাঁর পছন্দ, কেমন ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হন।

মালাইকা অরোরার জীবনে নাকি নতুন প্রেমের হাওয়া বইছে! অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বলিউড মহলে গুন্জন মালাইকার জীবনে এসেছে নাকি এক নুতুন মানুষ, হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা। গত কয়েক মাস ধরে তাঁদের ঘোনিষ্ঠতা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন মালাইকা কি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছেন?

তবে এরই মধ্যে পুরনো এক সাক্ষাৎকারে নিজের পছন্দের পুরুষ সর্ম্পকে খোলাখুলি জানিয়েছিলেন মালাইকা। তাঁর কথায় কোমল বা পরিপাটি পুরুষ তাঁর একদমই পছন্দ নয়। একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার।

এখানেই শেষ নয়, গুনের দিক থেকেও কিছু নির্দিষ্ট দিক আছে যা তিনি খোঁজেন। তাঁর কথায়, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভাল চুমু খেতে পারে।” যে পুরুষ পরনিন্দা পরচর্চা করে, তাঁকে একেবারেই পছন্দ নয় মলাইকার।

তাঁর মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মলাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তিনি বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।”

উল্লেখ্য, গত বছর অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। বর্তমানে হর্ষ মেহতার সঙ্গে তার সর্ম্পকের গুন্জন আরো জোরদার হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পছন্দের পুরুষ কেমন চুম্বন করবেন: মালাইকা

সর্বশেষ আপডেট ১২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বলিউডের গ্ল্যামার জগতে মালাইকা অরোরা বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু-হোক ফ্যাশন, নাচ কিংবা তাঁর ব্যাক্তিগত জীবন। সম্প্রতি আবার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম, কারণে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন এ কথা- ঠিক কেমন পুরুষ তাঁর পছন্দ, কেমন ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হন।

মালাইকা অরোরার জীবনে নাকি নতুন প্রেমের হাওয়া বইছে! অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বলিউড মহলে গুন্জন মালাইকার জীবনে এসেছে নাকি এক নুতুন মানুষ, হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা। গত কয়েক মাস ধরে তাঁদের ঘোনিষ্ঠতা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন মালাইকা কি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছেন?

তবে এরই মধ্যে পুরনো এক সাক্ষাৎকারে নিজের পছন্দের পুরুষ সর্ম্পকে খোলাখুলি জানিয়েছিলেন মালাইকা। তাঁর কথায় কোমল বা পরিপাটি পুরুষ তাঁর একদমই পছন্দ নয়। একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার।

এখানেই শেষ নয়, গুনের দিক থেকেও কিছু নির্দিষ্ট দিক আছে যা তিনি খোঁজেন। তাঁর কথায়, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভাল চুমু খেতে পারে।” যে পুরুষ পরনিন্দা পরচর্চা করে, তাঁকে একেবারেই পছন্দ নয় মলাইকার।

তাঁর মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মলাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তিনি বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।”

উল্লেখ্য, গত বছর অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। বর্তমানে হর্ষ মেহতার সঙ্গে তার সর্ম্পকের গুন্জন আরো জোরদার হচ্ছে।