ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 82

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২)। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায়। শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাদেরের সঙ্গে কিছু যুবকের বিরোধ চলছিল। শুক্রবার রাতে তাকে স্থানীয় চারেং বাড়ির দরজায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে ফেলে রাখে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাদেরকে হত্যা করা হয়েছে। জানা যায়, কাদেরের বিরুদ্ধে মাদক ও মারামারির অভিযোগে চারটি মামলা রয়েছে। প্রায় সাত থেকে আট মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত যুবকের শ্বশুর জানিয়েছেন—কাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২)। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায়। শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাদেরের সঙ্গে কিছু যুবকের বিরোধ চলছিল। শুক্রবার রাতে তাকে স্থানীয় চারেং বাড়ির দরজায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে ফেলে রাখে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাদেরকে হত্যা করা হয়েছে। জানা যায়, কাদেরের বিরুদ্ধে মাদক ও মারামারির অভিযোগে চারটি মামলা রয়েছে। প্রায় সাত থেকে আট মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত যুবকের শ্বশুর জানিয়েছেন—কাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানান।