ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কারাগারে বসেই করলেন বিয়ে

নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 429

নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া (সংগৃহীত ছবি)

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে পেয়েছেন ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী ইশরাত জাহান প্রিয়া। যিনি নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের সময় উভয় পক্ষের চারজন সাক্ষী উপস্থিত ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।

এর আগে, আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল নোবেল ও ইসরাত জাহান প্রিয়ার কাবিননামা অনুযায়ী বিয়ের ব্যবস্থা করতে। নির্দেশনা অনুযায়ী কারাগারে বসেই এই দম্পতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১৯ মে দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেন কলেজের এক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেন, নোবেল তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছেন।

২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত এখনো চলমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগারে বসেই করলেন বিয়ে

নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া

সর্বশেষ আপডেট ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে পেয়েছেন ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী ইশরাত জাহান প্রিয়া। যিনি নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের সময় উভয় পক্ষের চারজন সাক্ষী উপস্থিত ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।

এর আগে, আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল নোবেল ও ইসরাত জাহান প্রিয়ার কাবিননামা অনুযায়ী বিয়ের ব্যবস্থা করতে। নির্দেশনা অনুযায়ী কারাগারে বসেই এই দম্পতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১৯ মে দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেন কলেজের এক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেন, নোবেল তাকে বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছেন।

২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত এখনো চলমান।