নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
- সর্বশেষ আপডেট ০৮:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 177
নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন বন্দি নিহত হয়েছেন। বন্দিদের মুক্তির দাবিতে শুরু হওয়া উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে সেনা সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্দি এবং আহত হন আরও অন্তত ১২৩ জন।
এর আগে মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দির মৃত্যু হয়।
জেন জি আন্দোলনের প্রেক্ষাপটে নেপালে সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় একের পর এক কারাগারে পালানোর ঘটনা ঘটছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে কয়েকটি জেলা কারাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করেছে এবং কেউ কেউ পালাতেও সক্ষম হয়েছে।
বুধবার সেনাবাহিনী জানায়, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে।
অন্যদিকে, কাঞ্চনপুর জেলার চাঁদনী সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনার হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয়রা একজন পালাতক বন্দিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং আরও ১২ জন স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছে।
সূত্র: বিবিসি বাংলা
































