ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 58

গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রাচীন মিসরের স্বৈরশাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গাজায় মানবিক সহায়তা প্রদানকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।

ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোগানও। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে। কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।

তিনি আরও বলেন, কনকনে বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই।

এরদোগান বলেন, আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা এরদোগানের

সর্বশেষ আপডেট ১২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রাচীন মিসরের স্বৈরশাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গাজায় মানবিক সহায়তা প্রদানকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।

ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোগানও। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে। কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।

তিনি আরও বলেন, কনকনে বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই।

এরদোগান বলেন, আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।