নূরুল হুদাকে জুতাপেটাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা
- সর্বশেষ আপডেট ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 145
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের সময় তাকে জুতাপেটা করেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। রবিবার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা নূরুল হুদাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তার গলায় জুতার মালা পরানো হয়, গালে চপেটাঘাত করা হয় এবং ডিম ছুড়ে মারা হয়। এ দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জুতাপেটাকারীর রাজনৈতিক পরিচয় সামনে এসেছে: ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সাবেক সিইসিকে আঘাত করা ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মুজাম্মেল হক ঢালী।
মুজাম্মেল হক ঢালী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করে তিনি বর্তমানে স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
এই ঘটনায় সরকারি মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভিডিও যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বলেন, “নূরুল হুদাকে উত্তরা থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন।”
এদিন বিকেলে বিএনপি তিন সাবেক সিইসি ও আরও ২১ জনের বিরুদ্ধে প্রহসনের নির্বাচনের অভিযোগে মামলা করতে শেরেবাংলা নগর থানায় আবেদন জমা দেয়। এদের মধ্যে নূরুল হুদাও ছিলেন অন্যতম অভিযুক্ত।
এই প্রেক্ষাপটে তার গ্রেপ্তার এবং এরপর জনতার উত্তেজিত প্রতিক্রিয়া, বিশেষত বিরোধী দলের নেতাকর্মীর হাতে প্রকাশ্যে আঘাত, দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।
সরকারি সূত্র বলছে, এই ঘটনায় আইন ভঙ্গের অভিযোগে মুজাম্মেল হক ঢালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বিএনপি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
































