নুর-রাশেদসহ জিওপি’র ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
- সর্বশেষ আপডেট ১২:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 227
বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
৩১ মে ঘটে যাওয়া এ ঘটনার পর জাপা থানায় মামলা করতে গেলে কোতোয়ালি মডেল থানা তা গ্রহণ না করায় আদালতের দ্বারস্থ হয় দলটি। বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারক মামলা গ্রহণের নির্দেশ দেন এবং কোতোয়ালি থানার ওসিকে তা এজাহারভুক্ত করার আদেশ দেন।
দ্রুত বিচার আইনে করা এই মামলায় ভিপি নুরকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭০-৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
জাপার বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল বলেন, “৩১ মে রাতে ফকিরবাড়ি রোডের জাপা কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর চালায়। এরপর আমরা থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে আদালতে অভিযোগ দাখিল করি এবং বিচারক মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন।”
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে আদালতের আদেশ থানায় পৌঁছানো হয় এবং ডিউটি অফিসার এসআই ডলি আদেশের কপি গ্রহণ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমি এখনো আদেশের কপি হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “আমরা এখনো আদালতের মামলার বিষয়ে কিছু জানি না। যদি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে সেটি আইনের মাধ্যমেই মোকাবিলা করব।”
প্রসঙ্গত, ৩১ মে বিকেলে নগরীতে জাতীয় পার্টির একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছিল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।
































