ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 73

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে চক্রের মূলহোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জানা যায়, গত ৯ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জের বাসিন্দা নিজাম উদ্দিন ৮৫ জন ভুক্তভোগীর পক্ষ থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা প্রতারণার বিষয়ে ডিবি’কে অভিযোগ জানালে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করা হয়।

পরিদর্শক মোঃ আকতার হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ একটি চৌকস দল সৈয়দপুরে অভিযান চালিয়ে সোহেল রানা বাবুকে আটক করে। তল্লাশিতে আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ১৯টি জাল পাসপোর্ট, কানাডার জাল ১০০০, ৫০০ ও ১০০ ডলারের নোটের ৩টি বান্ডিল, অন্যান্য দেশের জাল মুদ্রার ২টি বান্ডিল, টাকা-পাসপোর্ট লেনদেনের হিসাব খাতা, ২টি ভুয়া কোম্পানির আইডি কার্ড এবং প্রতারণায় ব্যবহৃত ল্যান্ড টেলিফোন সেট।

জিজ্ঞাসাবাদে সোহেল রানা বাবু স্বীকার করেছেন, অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় তিনি কানাডার ভিসা করে দেওয়ার নামে বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে জাল বিদেশি মুদ্রা তৈরি ও সংরক্ষণ, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে হুমকি এবং গ্রেপ্তারের সময় বাধা প্রদানের মতো বিভিন্ন অভিযোগে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের মূলহোতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে চক্রের মূলহোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জানা যায়, গত ৯ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জের বাসিন্দা নিজাম উদ্দিন ৮৫ জন ভুক্তভোগীর পক্ষ থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা প্রতারণার বিষয়ে ডিবি’কে অভিযোগ জানালে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করা হয়।

পরিদর্শক মোঃ আকতার হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ একটি চৌকস দল সৈয়দপুরে অভিযান চালিয়ে সোহেল রানা বাবুকে আটক করে। তল্লাশিতে আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ১৯টি জাল পাসপোর্ট, কানাডার জাল ১০০০, ৫০০ ও ১০০ ডলারের নোটের ৩টি বান্ডিল, অন্যান্য দেশের জাল মুদ্রার ২টি বান্ডিল, টাকা-পাসপোর্ট লেনদেনের হিসাব খাতা, ২টি ভুয়া কোম্পানির আইডি কার্ড এবং প্রতারণায় ব্যবহৃত ল্যান্ড টেলিফোন সেট।

জিজ্ঞাসাবাদে সোহেল রানা বাবু স্বীকার করেছেন, অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় তিনি কানাডার ভিসা করে দেওয়ার নামে বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে জাল বিদেশি মুদ্রা তৈরি ও সংরক্ষণ, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে হুমকি এবং গ্রেপ্তারের সময় বাধা প্রদানের মতো বিভিন্ন অভিযোগে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।