ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬

নিলামে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 72

অবশেষে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। আসন্ন আসরে নাম লেখানো ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দমতো দল সাজিয়েছে। রোববারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

তবে এই নিলামের টেবিলেও অবিক্রিত থেকে গেছেন একঝাঁক তারকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি অনেক পরিচিত মুখ। এ তালিকায় পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমরা যেমন আছেন সেই সঙ্গে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেরাও দল পাননি। এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ এমনকি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, শোয়েব মালিকও দল পাননি।

এছাড়া জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়ালদের কোনো দর হাঁকানো হয়নি। নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদরা অনেক আশা নিয়ে নাম নিবন্ধন করেও বিপিএল খেলার সুযোগ পাননি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্লরাও দল পাননি।

দেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেনও। এ ছাড়া দল পাননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬

নিলামে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

সর্বশেষ আপডেট ০১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

অবশেষে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। আসন্ন আসরে নাম লেখানো ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দমতো দল সাজিয়েছে। রোববারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

তবে এই নিলামের টেবিলেও অবিক্রিত থেকে গেছেন একঝাঁক তারকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি অনেক পরিচিত মুখ। এ তালিকায় পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমরা যেমন আছেন সেই সঙ্গে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেরাও দল পাননি। এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ এমনকি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, শোয়েব মালিকও দল পাননি।

এছাড়া জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়ালদের কোনো দর হাঁকানো হয়নি। নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদরা অনেক আশা নিয়ে নাম নিবন্ধন করেও বিপিএল খেলার সুযোগ পাননি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্লরাও দল পাননি।

দেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেনও। এ ছাড়া দল পাননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।