ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নির্বাচনের সময়সূচি নিয়ে অচিরেই ঘোষণা আসবে

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 232

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নির্বাচনের সময়সূচি নিয়ে অচিরেই ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইন মন্ত্রণালয়ের সংস্কার ও চলমান কার্যক্রম নিয়ে সংবাদমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।”

তবে নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকা বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, “নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা। আমাদের সরকারের একটি লক্ষ্য আছে—বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের বারবার এই কথাই বলেন।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “অনেকে বলেন ২০০৮ সালের নির্বাচন প্রশ্নহীন ছিল, আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিক, অনুসন্ধান করেন, তারা ওই নির্বাচন নিয়ে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন।”

তিনি বলেন, সরকার চায় একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের মাঝে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নির্বাচনের সময়সূচি নিয়ে অচিরেই ঘোষণা আসবে

সর্বশেষ আপডেট ০৭:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নির্বাচনের সময়সূচি নিয়ে অচিরেই ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইন মন্ত্রণালয়ের সংস্কার ও চলমান কার্যক্রম নিয়ে সংবাদমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।”

তবে নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকা বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, “নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা। আমাদের সরকারের একটি লক্ষ্য আছে—বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের বারবার এই কথাই বলেন।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “অনেকে বলেন ২০০৮ সালের নির্বাচন প্রশ্নহীন ছিল, আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিক, অনুসন্ধান করেন, তারা ওই নির্বাচন নিয়ে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন।”

তিনি বলেন, সরকার চায় একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের মাঝে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।