ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 34

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগে উদ্ধার করতে হবে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি )রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় প্রধান উপদেষ্টা এ বিষয়ে জোর দিয়েছেন।

সভার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সরকারী অবস্থান পরিষ্কার। নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে; একদিন আগেও বা পরেও নয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যারা “নির্বাচন হবে না” এমন মন্তব্য করছেন, তাদের যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন; না হলে সেটিকে গণতন্ত্রবিরোধী প্রপাগান্ডা হিসেবে গণ্য করা হবে।

শফিকুল আলম আরও উল্লেখ করেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব দেশের মানুষ বিশ্বাস করে না এবং প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি জোরদার করা হচ্ছে যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সর্বশেষ আপডেট ১০:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগে উদ্ধার করতে হবে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি )রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় প্রধান উপদেষ্টা এ বিষয়ে জোর দিয়েছেন।

সভার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সরকারী অবস্থান পরিষ্কার। নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে; একদিন আগেও বা পরেও নয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যারা “নির্বাচন হবে না” এমন মন্তব্য করছেন, তাদের যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন; না হলে সেটিকে গণতন্ত্রবিরোধী প্রপাগান্ডা হিসেবে গণ্য করা হবে।

শফিকুল আলম আরও উল্লেখ করেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব দেশের মানুষ বিশ্বাস করে না এবং প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি জোরদার করা হচ্ছে যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।