নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত আমিরের
- সর্বশেষ আপডেট ০৪:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 85
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করা না হলে ২০২৬ সালের নির্বাচন অর্থহীন হবে। তিনি বলেন, “জুলাই বিপ্লবের স্বীকৃতি না দিলে নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠাই হচ্ছে আগামী নির্বাচনের মূল শর্ত।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলীয় জোটের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এক নম্বর দাবি হলো—জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা এই বিপ্লবের স্বীকৃতি মানবে না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়। জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচনের আয়োজন বাস্তবসম্মত নয়।”
তিনি আরও বলেন, “দেশের মুক্তিকামী মানুষের অভিন্ন দাবি—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে। গণভোটের বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলই একমত। তাহলে তারিখ নিয়ে জটিলতা বা টালবাহানা কেন? আগে গণভোট অনুষ্ঠিত হলেই আইনি ভিত্তি তৈরি হবে, আর এর ওপর দাঁড়িয়েই নির্ভরযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব হবে ইনশাআল্লাহ।”
জামায়াত আমির জানান, তার দল চায় আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি বলেন, “এটা নিয়ে কেউ ধোঁয়াশা তৈরি করবেন না। দোষের বোঝা অন্যের কাঁধে চাপিয়ে লাভ নেই।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “ঐকমত্য কমিশনে সব দলই মতামত দিয়েছে। এই আট দলের পক্ষ থেকে আমরা যৌক্তিক প্রস্তাব দিয়েছি, কোনো ‘নোট অব ডিসেন্ট’ দিইনি। আমরা ঐক্যবদ্ধভাবে যুক্তিসংগত প্রস্তাবগুলোর পক্ষে থেকেছি।”
































