ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ৩৭ হাজার বিজিবি, প্রস্তুত কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 8

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানী ও আশপাশের এলাকায় প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।

শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।

ঢাকা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর প্রস্তুতি ও সমন্বিত পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

তবে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলেও জানান কর্নেল এস এম আবুল এহসান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে ৩৭ হাজার বিজিবি, প্রস্তুত কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

সর্বশেষ আপডেট ০৪:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানী ও আশপাশের এলাকায় প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।

শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।

ঢাকা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর প্রস্তুতি ও সমন্বিত পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

তবে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলেও জানান কর্নেল এস এম আবুল এহসান।