আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মোতায়েনকৃত সেনাসদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
আরও পড়তে পারেন
মঙ্গলবার রংপুর ও রাজশাহীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রম পর্যবেক্ষণের সময় তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাদের প্রতি বলেছেন, নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা, ধৈর্য, নাগরিকবান্ধব আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। একই সঙ্গে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটকেন্দ্রে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সেনারা সক্রিয় ভূমিকা রাখবেন।
এবারের পরিদর্শন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি ভোটপর্যায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর প্রস্তুতির প্রতিফলন হিসেবে ধরা যায়।




































